ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাষ্ট্রপতি তুলে দিলেন শিল্পকলা পদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
রাষ্ট্রপতি তুলে দিলেন শিল্পকলা পদক

সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাতজন গুণী শিল্পীকে শিল্পকলা পদক তুলে দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

 

এ বছর শিল্পকলা পদক পেয়েছেন লাকী ইনাম (নাট্যকলা), ওস্তাদ বজলুর রহমান বাদল (নৃত্যকলা), পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (কণ্ঠসংগীত), পণ্ডিত মদন গোপাল দাস (যন্ত্রসংগীত), সৈয়দ আব্দুল্লাহ খালিদ (চারুকলা), আশরাফুল আলম (আবৃত্তি) ও ড. শহিদুল আলম (আলোকচিত্র)।  

পদকের পাশাপাশি শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকা ও সনদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।  

পদক প্রদানের পর ছিলো নৃত্যাঞ্চলের পরিবেশনায় খন্ড নৃত্য ‘ময়ূর’, ‘পুতুল নাচ’ এবং ‘নাও ছাড়িয়া দে’।

 








** শিল্পকলা পদক পাচ্ছেন লাকী ইনাম


বাংলাদেশ সময় : ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।