ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন দিনের স্টাইল নিয়ে অন্তু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
নতুন দিনের স্টাইল নিয়ে অন্তু অন্তু করিম

মডেল ও অভিনেতা অন্তু করিম এবার নতুন দিনের স্টাইল নিয়ে পর্দায় হাজির হয়েছেন। সেটা আবার কেমন? জানতে চাইলে অন্তু করিম বাংলানিউজকে বলেন, ‘এটি অমিতাভ রেজা নির্দেশিত মোটরবাইকের নতুন একটি বিজ্ঞাপন।

ভারতের কোনো বাইকের বাংলাদেশে প্রথম বিজ্ঞাপন এটি। প্রচারের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। ’

সম্প্রতি গাজীপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ হয়েছে। এছাড়া অন্তু করিম অভিনীত একটি বিশেষ নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। রবিন জামান খানের ছোটগল্প 'সুইসাইড' অবলম্বনে এ নাটকের নাম ‘বিভ্রম’। নাটকটি পরিচালনা করেছেন কাজী আসাদ। এখানে তার সহশিল্পী হাসিন ও শতাব্দি ওয়াদুদ।

২০ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনে ৭টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।

মোটরবাইকের নতুন বিজ্ঞাপন লিংক :


বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।