ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতে মাজারে মাজারে হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ভারতে মাজারে মাজারে হাবিব খাজা মঈনউদ্দিন চিশতীর দরগায় হাবিব

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এখন ভারতে। মাকে সঙ্গে নিয়ে আজ শুক্রবার আজমীর শরীফে খাজা মঈনউদ্দিন চিশতীর দরগায় গিয়েছিলেন তিনি।

আরও বেশকিছু দরগায় যাবেন তিনি।  

 

এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বাংলানিউজকে বলেন, ‘জয়পুর থেকে আজমীর শরীফে গিয়েছিলাম। আমার পরবর্তী গন্তব্য দিল্লির নাজিমউদ্দিন আউলিয়া দরগা। এর আগে কখনও ভারতের মাজারে আসিনি। তা-ও আবার বড় আউলিয়াদের মাজারে। এটা সত্যিই অন্যরকম অভিজ্ঞতা। ’

 

ভারতের বিভিন্ন মাজারে সফর শেষে ২৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে হাবিবের। প্রতিবেশী দেশে যাওয়ার আগে ‘সুলতানা বিবিয়ানা‘ ছবির জন্য ন্যান্সিকে নিয়ে একটি গান গেয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

 

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।