ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারা বাংলায় মুন্নি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
তারা বাংলায় মুন্নি দিনাত জাহান মুন্নি

ভারতের তারা বাংলা চ্যানেলের ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে গান গাইতে ওপার বাংলায় গেলেন দিনাত জাহান মুন্নি। এই আয়োজন শুরু হবে ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়।



মুন্নি বাংলানিউজকে জানান, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষার গান গাইতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই একুশের গানই বেশি গাইবো। ’

দুই ঘণ্টার অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী। গানের ফাঁকে আবৃত্তি করবেন বাংলাদেশের আবৃত্তিকার পারভেজ চৌধুরী।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কলকাতায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও গান গেয়ে শোনাবেন মুন্নি। পরদিন তার ঢাকায় ফেরার কথা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।