ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মারধরের মেজাজে নার্গিস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
মারধরের মেজাজে নার্গিস! নার্গিস ফাখরি

নার্গিস ফাখরিকে কোথাও পাওয়া যাচ্ছে না। কারও সঙ্গে কোনো যোগাযোগ নেই।

যাকে বলে একেবারে লাপাত্তা! ঘটনা কী? জানা গেছে, টানা ১২ দিন মার্শাল আর্ট শিবিরে ছিলেন বলিউডের এই অভিনেত্রী।

নতুন একটি ছবির প্রস্তুতি নিতেই এই প্রশিক্ষণ নিচ্ছেন নার্গিস। শিগগিরই নতুন ছবিটির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। ব্যস্ততা একটু কমতেই মার্শাল আর্টের কলাকৌশল শিখতে থাইল্যান্ডের ফুকেটে মুয়াই থাই বুট ক্যাম্পে গিয়েছিলেন তিনি। ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন নার্গিস।

সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবির একটি গানে দেখা গেছে নার্গিসকে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন হলিউডের ‘স্পাই’-এ। এতে তার সহশিল্পী জুড ল, জেসন স্টেটহাম ও মেলিসা ম্যাকার্থি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।