ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মার্চে ‘কনসার্ট ফর দ্য বার্নড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মার্চে ‘কনসার্ট ফর দ্য বার্নড’ ‘আর্বোভাইরাস’ ও ‘পাওয়ারসার্জ’

বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় রাজধানীসহ নানা জায়গায় বিভিন্ন পরিবহনে হঠাৎ করেই আগুন দিচ্ছে দুবৃত্তরা। আগুনে দগ্ধ মানুষরা চিৎকার করছে হাসপাতালের বিছানায়।

এমন সব মানুষের সাহায্যের জন্য ১২টি ব্যান্ড ১৪ মার্চ সংগীত পরিবেশন করবেন। এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর দ্য বার্নড’।  

 

জানা যায়, জাতীয় গ্রন্থাগার অডিটরিয়ামে ‘আর্বোভাইরাস’, ‘পাওয়ারসার্জ’, ‘ডিআর. ডক্টর’, ‘ওনড’, ‘পোরাহ’, ‘সহজিয়া’, ‘সমুদ্র’, ‘কুয়ান্টা’, ‘এমব্রেস অফ ডেথ’, ‘পেইজ ৩১‘, ‘ক্যান্ডল ক্যারমিন’ ও ‘সাইলেন্ট টাইম’ নামের ১২টি ব্যান্ড অংশ নেবেন।  

 

কনসার্টটি উপভোগের জন্য টিকেট মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। প্রয়োজনে যোগাযোগ : ০১৬৮০-৬৩৬৫৭৯, ০১৬৮৪-৯৩৬৩২০, ০১৬৭৮-৭১৪৭৩৭

 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।