ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন তারকার তিন বিজ্ঞাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
তিন তারকার তিন বিজ্ঞাপন

মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি, হারমনি স্পা অ্যান্ড ক্লিওপেট্রা বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ মালিক রাহিমা সুলতানা রিতা ও এবারের লাক্স আসরের সেরা দশে থাকা মুখ তন্বীকে অনেকেই চিনেন। এবার এই তিন তারকাকে নিয়ে নির্মাতা রেবেকা সুলতানা বিনতি নির্মাণ করেছেন তিন স্বাদের তিনটি পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্র।

 


সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকার কোক ফ্যাক্টরিতে এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নির্মাতা বিন্তী বাংলানিউজকে বলেন, ‘নতুন এ তিনটি পণ্যের ধরন বুঝে তিনজনকে মডেল হিসেবে বাছাই করে নেওয়া হয়েছে। এখানে রিতা আপাকে কুকিং মাস্টার হিসেবেই দর্শকরা দেখবেন। আর বাঁকী দুটি পণ্যে তানিয়া ও তন্বিকেও বেশ ভালোলাগবে বলে আশা করছি। ’


তানিয়া বৃষ্টি এর আগে বিজ্ঞাপনের মডেল হলেও তন্বীর প্রথম কাজ এটি। ফিল্ম শপের প্রোডাকশনে নির্মিত গুড়া মরিচ ও ভোজ্যতেলসহ নতুন তিনটি বিজ্ঞাপনচিত্র খুব শিগগিরই দর্শকরা সব চ্যানেলে উপভোগ করবেন।  

 

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।