ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রি-অস্কার পার্টির উপস্থাপক ফ্রিদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
প্রি-অস্কার পার্টির উপস্থাপক ফ্রিদা ফ্রিদা পিন্টো

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে  অস্কারের ৮৭তম আসর।  অস্কারের আগমুহূর্তে পার্টির আয়োজন করে থাকে ভ্যানিটি ফেয়ার সাময়িকী।

এবারের এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফ্রিদা পিন্টো।  

 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রি-অস্কার পার্টি উপস্থাপনের দায়িত্ব বর্তেছে ফ্রিদার ওপর। কন্যাশিশুর পক্ষে তার সোচ্চার ভূমিকার জন্যই আয়োজকরা বেছে নিয়েছেন তাকে।  

 

অস্কার উপলক্ষে ভ্যানিটি ফেয়ারের সপ্তাহব্যাপী উদ্যাপনের আয়োজন উপস্থাপনার দায়িত্ব পেয়ে দারুণ রোমাঞ্চিত ফ্রিদা বলেন, ‌'এটা চমৎকার অনুভূতি। কন্যাশিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এমন অনুষ্ঠান বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। '

 

আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সবচেয়ে সফল অভিনয়শিল্পীর মধ্যে অন্যতম ফ্রিদা। তার অলাভজনক উদ্যোগ 'গার্ল রাইজিং'-এর প্রচারণা চালানো হবে অনুষ্ঠানে। ছবিটির মাধ্যমে ৯ জন অজেয় মেয়ের গল্প তুলে ধরা হয়েছে।

 

বাংলাদেশ সময় : ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।