ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমা হায়েক এখনও আর্কষণীয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
সালমা হায়েক এখনও আর্কষণীয়! সালমা হায়েক

নতুন ফটোশ্যুটে অসাধারণ ভঙ্গিতে দেখা গেছে হলিউড অভিনেত্রী সালমা হায়েককে। এখন তাকে অনেক বেশি যৌন আবেদনময়ী দেখাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী স্বয়ং।

 

 

৪৮ বছর বয়সী মার্কিন-মেক্সিকান এ অভিনেত্রী বলেছেন, অল্প বয়সে তাকে মোটেই সুন্দরী লাগত না। বরং এই প্রাপ্ত বয়সে তার শরীরের গঠন আগের থেকে অনেক বেশি সঠিক ও সেক্সি হয়েছে। তিনি জানিয়েছেন এমনিতে স্বাস্থ্য নিয়ে খুব বেশি সচেতন নন তিনি।  

 

তিনি আরও জানিয়েছেন, কোনো দিন শরীরচর্চার জন্য ব্যায়ামও করেননি তিনি। তবে ইদানীং যোগাসন করছেন বলে জানিয়েছেন তিনি।  

 

এতদিন বডিলাইন সঠিক না হওয়ার কারণে ক্যারিয়ারে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাকে। তবে এ ব্যাপারে তিনি বলেছেন, অনান্য দক্ষ অভিনেত্রীদের যখন ৩২ বছরেই ক্যারিয়ার শেষ হয়ে যায়, তখন এই বাজারেও এখনও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।