ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা ১০ গানের মুহূর্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
অস্কারে সেরা ১০ গানের মুহূর্ত

আর মাত্র কয়েকঘণ্টা পরই লালগালিচায় পা রাখবেন হলিউডের হেভিওয়েট তারকারা। তারপরেই বসবে অস্কারের ৮৭তম আসর।

বরাবরের মতোই অনুষ্ঠানজুড়ে থাকছে গানের বাহার। এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সংগীত পরিবেশন করবেন কমন, জন লিজেন্ড, লেডি গাগা, মেরুন ফাইভ ব্যান্ড, আনা কেন্ড্রিক, জেনিফার হাডসন।

অস্কারের প্রাক্কালে সংগীত বিষয়ক ওয়েবসাইট বিলবোর্ড অতীতে অস্কারের সেরা ১০ সংগীত পরিবেশনার তালিকা তৈরি করেছে। এতে আছে মাইকেল জ্যাকসনের তারুণ্যের সময়কার গান, মেরিলিন মনরোর প্রতি ম্যাডোনার শ্রদ্ধাজ্ঞাপন, বিয়ন্সে নোয়েলস ও জেনিফার হাডসনের দ্বৈত পরিবেশনা প্রভৃতি।  


১০. দ্য হ্যান্ডস দ্যাট বিল্ট আমেরিকা (ইউটু ব্যান্ড)
২০০৩ সালের অস্কারে গানটি পরিবেশন করে ইউটু। উন্নত জীবনের খোঁজে আয়ারল্যান্ড ছেড়ে আসা আমেরিকার নতুন বাসিন্দাদের সম্মান জানাতে আয়োজন করা হয় এই পরিবেশনা। গানটি তৈরি হয় মার্টিন স্করসিসের ‘গ্যাংস অব নিউইয়র্ক’ ছবির জন্য।


৯. আই হ্যাভ সিন ইট অল (বোর্ক)
রাজহংসীর মতে পোশাক পরে ২০০১ সালের অস্কার অনুষ্ঠানে নজর কেড়েছিলেন বিয়র্ক। তবে ‘ড্যান্সার ইন দ্য ডার্ক’ ছবির গানটিতে তার পরিবেশনাও মনে রেখেছে দর্শকরা। ছবিটিতে তিনি নিজেই অভিনয় করেছেন।


৮. ব্লেজ অব গ্লোরি (বন জোভি)
১৯৯১ সালের অস্কারে গানটি পরিবেশন করে তাক লাগিয়ে দেন রকতারকা জন বন জোভি। ‘ইয়াং গানস টু’ ছবির গানটি  সেরা মৌলিক গানের তকমা হারিয়েছে ম্যাডোনার ‘সুনার অর লেটার’ গানের কাছে।  


৭. সুনার অর লেটার (ম্যাডোনা)
‘ডিক ট্রেসি’ ছবির গান ‘সুনার অর লেটার’ ১৯৯১ সালের অস্কারে পরিবেশন করেন ম্যাডোনা। ওইবার মেরিলিন মনরো অনুপ্রাণিত গাউন পরে এসেছিলেন মার্কিন এই পপসম্রাজ্ঞী। তার এই পরিবেশনা মর্যাদা হয়ে গেছে হলিউডের পুরনো দিনের সোনালি অতীত!


৬. বেন (মাইকেল জ্যাকসন)
মাত্র ১৪ বছর বয়সে ১৯৭৩ সালের অস্কার অনুষ্ঠানে ‘বেন’ গানটি পরিবেশন করে সব আলো নিজের দিকে নিয়ে নেন মাইকেল জ্যাকসন। একটি ইঁদুরের সঙ্গে এক বালকের বন্ধুত্বের গল্প তুলে ধরা হয়েছে ‘বেন’ ছবির গানটিতে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের বাইরে এটাই ছিলো প্রয়াত পপসম্রাটের প্রথম টপচার্টের শীর্ষে ওঠা হিট গান। সেখান থেকেই তার ইতিহাস গড়ার সূচনা হয়।


৫. স্কাইফল (অ্যাডেল)
জেমস বন্ড সিরিজের ২৩তম ছবির গান ‘স্কাইফল’ ২০১৩ সালের অস্কার অনুষ্ঠানে প্রথমবার সরাসরি গেয়ে শোনান অ্যাডেল। এর আধঘণ্টা আগে সেরা মৌলিক গানের পুরস্কার জেতেন তিনি।


৪. ‘ড্রিমগার্লস’ মেডলি (জেনিফার হাডসন ও বিয়ন্স নোয়েলস)
‘ড্রিমগার্লস’ ছবির দুই অভিনেত্রী ২০০৭ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে একসঙ্গে মঞ্চে আসার পর সবার কৌতূহল ছিলো কে কাকে ছাড়িয়ে যান! কিন্তু তারা ছিলেন সমানে সমান। ছবিটির ‘লাভ ইউ আই ডু’, ‘লিসেন’ এবং ‘প্যাশেন্স’ গান তিনটি পরিবেশন করেন তারা।


৩. স্ট্রিটস অব ফিলাডেলফিয়া (ব্রুস স্প্রিংস্টিন)
এটাই কোনো ছবির জন্য ব্রুস স্প্রিংস্টিনের লেখা প্রথম গান। টম হ্যাঙ্কস অভিনীত ‘ফিলাডেলফিয়া’ ছবির গানটি ১৯৯৪ সালের অস্কারে এটি সেরা মৌলিক গানের পুরস্কার জেতে।


২. মাই হার্ট উইল গো অন (সেলিন ডিওন)
১৯৯৮ সালের অস্কার অনুষ্ঠান ছিলো ‘টাইটানিক’ময়! বক্স অফিসে কাঁপন ধরানোর পর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রথম সারির সব পুরস্কার জিতে নেয় জেমস ক্যামেরনের এই ছবি। এর মধ্যে ‘মাই হার্ট উইল গো অন’ সেরা মৌলিক গান হওয়ায় পুরস্কার জেতেন সেলিন ডিওন। কানাডিয়ান এই গায়িকা গলায় ‘হার্ট অব  দ্য ওশান’ আকৃতির হার পরে মঞ্চে গানটি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন।


১. ইটস হার্ড আউট হিয়ার ফর অ্যা পিম্প (থ্রি সিক্স মাফিয়া)
অস্কারে যে ধরনের পরিবেশনা দেখা যায়, থ্রি সিক্স মাফিয়া সেখানে পুরোপুরি বেমানান! তবে ২০০৬ সালের অস্কারে ‘হাসল অ্যান্ড ফ্লো’ ছবির গানটি পরিবেশন করে তাক লাগিয়ে দেন তারা। মঞ্চে তাদেরকে সঙ্গ দেন ছবিটির অভিনেত্রী ট্যারাজ পি. হেনসন।

বাংলাদেশ সময় : ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।