ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হৃদয় খানের কণ্ঠে প্রভাতফেরির গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
হৃদয় খানের কণ্ঠে প্রভাতফেরির গান হৃদয় খান/ ছবি: নুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানানোর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গাইলেন হৃদয় খান। নিজের ফেসবুক ফ্যান পেজে গানটি গাওয়ার ভিডিও ২২ ফেব্রুয়ারি পোস্ট করেছেন তিনি।



হৃদয় খান বলেন, ‘ প্রভাতফেরির গানটি শুনলে অন্যরকম গর্ব হয়। তাই অ্যাকুস্টিক গিটার বাজিয়ে এটি গাইলাম। এতে আমার সঙ্গে বাজিয়েছেন জাহেদ। ’

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, সুর করেনে আলতাফ মাহমুদ।

* হৃদয়ের কণ্ঠে গানটি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।