ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পাহাড়ের চূড়ায় মিম যখন কনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
পাহাড়ের চূড়ায় মিম যখন কনে বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম এখনও বিয়ে করেননি। আগামী কয়েক বছরেও সে সম্ভাবনা নেই বলে জানিয়ে রেখেছেন তিনি।

তাহলে কনের সাজে দেখা গেলো যে!

জানা গেলো, বান্দরবানে পিক সিক্সটি নাইন, অর্থাৎ সেখানকার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় তিন দিন ‘পদ্মপাতার জল’ ছবির দৃশ্যায়ন চলছে। গল্পের প্রয়োজনে সেখানে মিমকে বধূ সাজতে হয়েছে। ছবিটিতে তার সহশিল্পী ইমন।

মিম বাংলানিউজকে বলেন, ‘মাঝে ঝড়ো হাওয়ার কারণে কাজ বন্ধ ছিলো। আর এখানে মোবাইলের নেটওয়ার্কিং ঝামেলাও পোহাতে হচ্ছে। অনেক সময় দরকারেও কেউ কেউ খুঁজে পাচ্ছে না আমাদের। ’

বান্দরবানে আরও দুই-তিন দিন ছবিটির কাজ শেষ করে ঢাকায় ফিরে ‘সুইটহার্ট’ এবং ‘গুড মর্নিং লন্ডন’ ছবির কাজ শেষ করবেন মিম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।