ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারে সেরা সহ-অভিনেতা জেকে সিমন্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
অস্কারে সেরা সহ-অভিনেতা জেকে সিমন্স জেকে সিমন্স

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে প্রথমেই দেওয়া হলো সেরা সহ-অভিনেতা বিভাগের পুরস্কার। এটি পেয়েছেন জেকে সিমন্স।

‘হুইপ্ল্যাশ’ ছবিতে জাঁদরেল জ্যাজসংগীত শিক্ষকের ভূমিকায় দুর্দান্ত অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।

অস্কারের আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন জেকে সিমন্স। তাই সেরা সহ-অভিনেতা বিভাগেও ৬০ বছর বয়সী এই মার্কিন অভিনেতার পুরস্কারজয়টা মোটামুটি নিশ্চিতই ছিলো।

এই বিভাগে এবার মনোনয়ন পাওয়া অন্য চারজন হলেন- রবার্ট ডুভাল (দ্য জাজ), ইথান হাউক (বয়হুড), এডওয়ার্ড নর্টন (বার্ডম্যান) এবং মার্ক রাফালো (ফক্সক্যাচার)। তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে (৮৪) মনোনয়ন পাওয়ার রেকর্ড গড়েন রবার্ট ডুভাল (দ্য জাজ)। এর আগে ২০০৮ সালে ‘ইনটু দ্য ওয়াইল্ড’ ছবির জন্য হ্যাল হলব্রুক আর ২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির জন্য ক্রিস্টোফার প্লামার ৮২ বছর বয়সে মনোনয়ন পেয়েছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে ৮৭তম অস্কার অনুষ্ঠান। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে। এটি উপস্থাপনা করছেন হলিউড তারকা নীল প্যাট্রিক হ্যারিস।

বাংলাদেশ সময় : ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

** জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার
** অস্কারে সেরা অভিনেতা এডি রেডমেইন
** ইনারিতুর হাতে উঠলো সেরা পরিচালকের অস্কার
** অস্কারে সেরা গান ‘গ্লোরি’র জন্য অশ্রু
** স্নোডেনকে নিয়ে বানানো তথ্যচিত্র অস্কারে সেরা
** অস্কারে সেরা অ্যানিমেটেড ছবি ‘বিগ হিরো সিক্স’
** অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি ‘ইডা’
** অস্কারে সেরা সহ-অভিনেত্রী প্যাট্রিসিয়া আর্কেট
** শুরু হলো অস্কার আসর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।