ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবিতে চিরকুটের নতুন দুটি গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
রবিতে চিরকুটের নতুন দুটি গান

রবি মিউজিকায় চিরকুট ব্যান্ডের নতুন দুটি গান প্রকাশ করতে যাচ্ছে মুঠোফোন প্রতিষ্ঠান রবি। এগুলো হলো ‘ভালোবাসলে কেনো খিদে পায় না’ এবং ‘পথ’।

রবির গ্রাহকরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করলেই শোনা যাবে গান দুটি।

 

এ উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গান দুটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে চিরকুটের সদস্যদের পাশাপাশি থাকবেন রবির জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন ফয়সাল।  

 

এদিকে গত ২২ ফেব্রুয়ারি চিরকুটের ‘ভালোবাসলে কেনো খিদে পায় না’ গানের ভিডিও ছাড়া হয়েছে ইউটিউবে। এটি নির্মাণ করেছেন বর্ণ।

 

নতুন গান প্রসঙ্গে চিরকুটের সুমী বলেন, ‘ভিডিওটি আমাদের শ্রোতাদের জন্য একটা উপহার। প্রেমে পড়লে মানুষের অনেক রকম উপসর্গ দেখা দেয়। যার অন্যতম-তীব্র মাত্রায় ক্ষুধামন্দা বা ক্ষিদে না পাওয়া। বিশেষ করে অল্প বয়স, নতুন প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে এই উপসগর্ বেশি দেখা যায়। সেই ভাবনা থেকে এই গান। ’ 

 

* ‘ভালোবাসলে কেনো খিদে পায় না’ গানের ভিডিও :

 

বাংলাদেশ সময় : ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।