ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলাদেশ দলকে উদ্দীপনা যোগাতে ‘ওরা আসছে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বাংলাদেশ দলকে উদ্দীপনা যোগাতে ‘ওরা আসছে’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে তৈরি হলো ‘ওরা আসছে’ শিরোনামের একটি গানের ভিডিও। এটি গেয়েছেন চন্দনা মজুমদার, শফি মন্ডল, শুভ, টুম্পা ও আমজাদ।

গানটির কথা লিখেছেন শুভ ও মেহেদি। সংগীতায়োজন করেছেন আমজাদ।  

 

২৪ ফেব্রুয়ারি থেকে রেডিও আর টিভিতে গানটি প্রচার হচ্ছে। এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।  

 

গানটি তৈরি প্রসঙ্গে শুভ বলেন, ‘এটি মূলত উদ্দীপনা যোগানোর একটি গান। এর মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ক্রিকেট টাইগার আসছে। এটা ক্রিকেটপ্রেমীদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

 

বাংলাদেশ সময় : ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।