ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ায় অভিষেকের মারামারি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ঐশ্বরিয়ায় অভিষেকের মারামারি!

ভারতের নাসিকে অবস্থিত ত্রিম্বাকেশ্বরে ঐশ্বরিয়া পয়েন্ট নামে একটি জায়গা। আছে এর নামকরণ হয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের নামানুসারে।

সেখানে অভিষেক বচ্চন এখন ‘অল ইজ ওয়েল’ ছবির কাজ করছেন। গাড়ি নিয়ে শত্রুদের তাড়া করার দৃশ্যের চিত্রায়ন হয়েছে ওই পয়েন্টে।

মজার তথ্য হলো, এক যুগ আগে ‘খাকি’ ছবির কাজ করতে গিয়ে সেখানেই দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঐশ্বরিয়া। এজন্যই জায়গাটি তার নামে পরিচিত। সে সময় একটি জিপের ধাক্কায় আঘাত পেয়েছিলেন তিনি। কারণ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। সেই স্মৃতিচারণ করে ৩৯ বছর বয়সী অভিষেক বলেছেন, ‘ও অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তখন বাঁ পায়ে চোট পেয়েছিলো অ্যাশ। আসলে জীবনটা একটা বৃত্তে ঘুরতে থাকে। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।