ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ‘অনলি সাবা ২’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এবার ‘অনলি সাবা ২’ সাবা

সাবা নতুন শিল্পী হলেও গান গেয়েছেন এস আই টুটুল, আসিফ আকবর, কাজী শুভ, তৌসিফ, বেলাল খান, ইলিয়াসের সঙ্গে। রয়েছে সাবার গাওয়া একক কণ্ঠের গানও।

এবার তার অ্যালবামের নাম ‘অনলি সাবা ২’। সপ্তক অডিও থেকে নিজের প্রথম একক ‘অনলি সাবা’ প্রকাশের পর দ্বিতীয় এককটি বাজারে আনছে সংগীতা।  

 

অ্যালবামে গান রয়েছে মোট ১১টি। গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ,সোমেশ্বর অলি, শেখ সুমন এমদাদ, অনিক ও রোমান্স। গানগুলোর সুর করেছেন নাজির মাহমুদ, বেলাল খান, অনিক, কাজী শুভ, রোমান্স, রাহুল। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু, প্রিতম হাসান, রাফি, অনিক ও রাহুল।  

 

অ্যালবাম নিয়ে সাবা বাংলানিউজকে বলেন, ‘একটু সময় নিয়েই দ্বিতীয় অ্যালবামের কাজ করা। সব ধরনের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামটি করা। আশা করছি, শ্রোতারা পছন্দ করবেন। ’

 

২৬ ফেব্রুয়ারি অ্যালবামের প্রকাশনা উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।  

 

আসিফ ও সাবার ‘পৃথিবী অনেক বড়’ শিরোনামের একটি গান : 

 

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।