ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার ধারাবাহিকে নাদিয়া আফরিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
এবার ধারাবাহিকে নাদিয়া আফরিন নাদিয়া আফরিন মিম/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন, এবার ধারাবাহিক নাটকে দেখা যাবে নাদিয়া আফরিন মিমকে। মাছরাঙা টেলিভিশনের চলমান ধারাবাহিক ‘অপূর্বা’য় অভিনয় করছেন তিনি।

লিখেছেন সৈয়দ জিয়াউদ্দিন ও পৃথ্বিরাজ ঘোষ, পরিচালনা করেছেন গৌতম কৈরী।

 

এ প্রসঙ্গে নাদিয়া আফরিন বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম সোনালি। সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। বেশ কয়েকটি মেয়ের জীবনের নানা সংঘাত ও সংগ্রামের গল্প তুলে ধরা হচ্ছে নাটকটিতে। ’

 

মাছরাঙা টিভিতে প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত ১১টায় প্রচার হচ্ছে ‘অপূর্বা’। এতে আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ, আরফান নিশো, স্বাগতা, হিল্লোল, সাদিকা স্বর্ণা, আলিফ, ইমি, সামিয়া সাইদ, আল মনসুর প্রমুখ।  

 

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতার বিজয়ী মুকুটজয়ের পর দুই সপ্তাহ পর নাদিয়া আফরিন অভিনয় করেন ‘রহস্যজাল’ নাটকে। এরপর দিতির পরিচালনায় ‘অতঃপর ভালোবাসা’ ও একটি টেলিছবিতে ইমন বড়–য়ার পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’র লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

 

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।