ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পিয়া বিপাশার ‘কাটুস কুটুস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
পিয়া বিপাশার ‘কাটুস কুটুস’ পিয়া বিপাশা/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা এবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। নাম ‘কাটুস কুটুস’।

এটি পরিচালনা করছেন শুভাশীষ রায়। এখানে তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন মনোজ।  

 

২৫ ফেব্রুয়ারি এ উপলক্ষে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করার পর এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন পিয়া বিপাশা।  

 

এ প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘অনেক সুন্দর একটা গল্প এটি। এখানে আমার চরিত্রের নাম রত্না। বিশ্ববিদ্যালয় পড়–য়া একটা সাধারণ মেয়ের গল্প থাকছে। মেয়েটিকে নিয়েই পুরো কাহিনী। আর বাজেটও বেশ ভালো। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন এটি। ’

 

২৬ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। অন্যদিকে পিয়া বিপাশা অভিনীত ‘রুদ্র দ্য লাভার’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তার সহশিল্পী এবি এম সুমন। ছবিটি পরিচালনা করেছেন সায়েম জাফর ইমামি।  

 

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।