ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবরীর ছবিতে আরিফিন শুভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
কবরীর ছবিতে আরিফিন শুভ কবরী ও আরিফিন শুভ

‘আয়না’র পর অনেকদিন ধরেই চলচ্চিত্র পরিচালনার পরিকল্পনা করছিলেন বর্ষীয়ান অভিনেত্রী কবরী। অবশেষে গুছিয়ে এনেছেন তিনি।

এর নাম রাখা হয়েছে ‘এই তুমি সেই তুমি’। এতে অভিনয় করবে আরিফিন শুভ। তার নায়িকা নেওয়া হচ্ছে কলকাতা থেকে।

 

পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন কবরী। এ ছাড়াও থাকছেন আলমগীর। এরই মধ্যে ছবিটির একটি গান তৈরির কাজ শুরু হয়েছে। এটি লিখছেন কবির বকুল। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন।  

 

এ প্রসঙ্গে কবরী সারোয়ার বাংলানিউজকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি স্থিতিশীল হলেই ছবিটির কাজ শুরু করতে চাই। এ ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্যও আমারই লেখা। শিগগিরই মহরত করবো। ’

 

কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’য় অভিনয় করেন ফেরদৌস ও সোহানা সাবা।  

 

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।