ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দিতির পরিচালনায় স্বাগতা ও সাজ্জাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
দিতির পরিচালনায় স্বাগতা ও সাজ্জাদ দিতি, ইরফান সাজ্জাদ ও স্বাগতা

অভিনয়ের পাশাপাশি এখন নাটক পরিচালনায়ও নিয়মিত দিতি। এবার তিনি নির্মাণ করলেন ‘অনুক্ষণে অনুভবে’।

নাটকটিতে অভিনয় করবেন স্বাগতা ও ইরফান সাজ্জাদ।

সম্প্রতি ভারতে গিয়েছিলেন দিতি। ফিরেই এ নাটকটি পরিচালনার পরিকল্পনা করলেন। পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। বাংলানিউজকে দিতি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর বন্ধুত্বের গল্প তুলে ধরা হবে এতে। এখানে আমাকে দেখা যাবে দেশের বাইরে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ভ‚মিকায়। একসময় শিক্ষিকার প্রেমে পড়ে ছেলেটি। ’

১ মার্চ থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হবে। এটি লিখেছেন শারমিন চৌধুরী ইফসিতা। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘অনুক্ষণে অনুভবে’। এ নাটকে দিতির পাশাপাশি সহকারী হিসেবে পরিচালনা করছেন আদিত্য জনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।