ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মঞ্চ থেকে পড়ে গেলেন ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মঞ্চ থেকে পড়ে গেলেন ম্যাডোনা ব্রিট অ্যাওয়ার্ডসে ম্যাডোনা

মঞ্চে গান গাইতে গিয়ে সাজানো সিঁড়ি থেকে অদ্ভুতভাবে পড়ে গেলেন ম্যাডোনা। গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে অায়োজিত ব্রিট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখা গেলা এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত।



গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘লিভিং ফর লাভ’ গানের পরিবেশনার শুরুতে ম্যাডোনা বড়সড় আকৃতির পোশাক পরে মঞ্চে এসেছিলেন, পরে ধীরে ধীরে সেটা খুলে রাখেন। ব্রিট অ্যাওয়ার্ডসেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু তার গায়ের হাতাকাটা কোটটি এক নৃত্যশিল্পী সরাতে গেলেই ঘটে বিপত্তি। কারণ ওটা আঁটসাট হয়ে আটকে ছিলো। অবশ্য পড়ে গেলেও পরিস্থিতি সামলে মঞ্চে ফিরে ঠিকই নিজের পরিবেশনা শেষ করেছেন ৫৬ বছর বয়সী এই মার্কিন পপসম্রাজ্ঞী।


ঘটনাটি নিয়ে পরে ইনস্টাগ্রামে ম্যাডোনা এক বিবৃতিতে জানান, তিনি কোনো চোট পাননি। তার ভাষ্য, ‘কোনো কিছুই আমাকে দমাতে পারে না। মুহূর্তেই আমাকে নৃত্যশিল্পী উঠিয়ে দেওয়ায় ভালো লেগেছে।


* ব্রিট অ্যাওয়ার্ডসে ম্যাডোনার পড়ে যাওয়ার মুহূর্ত :

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।