ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই লাইনে মৌটুসী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
দুই লাইনে মৌটুসী! গানের দৃশ্যে মৌটুসী বিশ্বাস ও ইরফান সাজ্জাদ

আলভী আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘ইউটার্ন’-এ থাকছে দুটি আইটেম গান। একটিতে নেচেছেন প্রসূন আজাদ।

এবার নাচলেন র‌্যাম্প মডেল সৈয়দ রুমা। এই গানের দুই লাইনে পর্দায় মৌটুসী বিশ্বাসের নাচও দেখা যাবে। তিনিই ছবিটির অন্যতম নায়িকা। গানটিতে তার সঙ্গে নেচেছেন ইরফান সাজ্জাদ। কোরিওগ্রাফী করেছেন আসাদ খান।

এ প্রসঙ্গে মৌটুসী বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘এ দুই লাইনে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেছি আমি। আইটেম গানের চেনা আবেদনময়ী অঙ্গভঙ্গি করতে হয়নি আমাকে। এজন্য স্বস্তি পেয়েছি। ’

২৩ ও ২৪ ফেব্রুয়ারি এফডিসিতে গানটির দৃশ্যায়ন হয়। এতে কণ্ঠ দিয়েছেন কনা, সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

জানা গেছে, আগামী এপ্রিলে ‘ইউটার্ন’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। এতে আরও  অভিনয় করেছেন শিপন, আইরিন ও সোনিয়া হোসেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।