ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের অনুষ্ঠানে আগুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
শাহরুখের অনুষ্ঠানে আগুন শাহরুখ খান

শাহরুখ খানের আগামী রিয়্যালিটি শো 'ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন'-এর প্রোমো। কৌন বনেগা ক্রোড়পতি এবং ক্যায়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়-র পর তৃতীয়বার শাহরুখকে টিভি শো হোস্ট হিসেবে দেখা যাবে।

 

 

'ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন'-এর চূড়ান্ত পর্বের শ্যুটিং চলছিল মুম্ব‍াই এর আর কে স্টুডিওতে। তখনই সেটে আগুন লেগে যায়। সেই সময়ে সেটে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারাহ খান, আলিয়া ভাট এবং অনুশকা শর্মা।  

 

আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় চেম্বুর দমকলে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। ক্ষয়-ক্ষতিও তেমন কিছু হয়নি। তবে স্টুডিওর এক কর্মী আগুন লাগার কথা স্বীকার করেছেন সংবাদসংস্থার কাছে। জানা গিয়েছে সেটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।  

 

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।