ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লুপিটার মুক্তোর গাউন চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
লুপিটার মুক্তোর গাউন চুরি লুপিটা নিয়াঙ্গো

কেঁদেই আকুল লুপিটা নিয়াঙ্গো। সাধের জামা গিয়েছে চুরি! ৬,০০০ মুক্তো বসানো গাউনটি পরেছিলেন গত রবিবার অস্কার অনুষ্ঠানে।

ফ্রান্সিসকো কোস্টার নকশায় মুক্তোর বুননে গাউনটির মূল্য প্রায় দেড় লক্ষ ডলার।

 

অস্কার মঞ্চে এবার কোনও পুরস্কার পাননি গত বছরের অস্কারজয়ী অভিনেত্রী লুপিটা। গাউনের প্রশংসা কুড়িয়ে গভীর রাতে ফিরে এসেছিলেন পশ্চিম হলিউডের দ্য লন্ডন হোটেলে।

 

পুলিশকে লুপিটা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হোটেলে ফিরে আর খুঁজে পাননি তার সেই পরমপ্রিয় গাউনটি৷ ওইদিন সকাল আটটা থেকে রাত ন'টার মধ্যে চুরি গিয়েছে। ওই সময়ই তিনি হোটেলের বাইরে ছিলেন।

 

লুপিটার রূপসজ্জা আর পোশাক আলাদা করে নজর কেড়েছিল৷ বহু প্রশংসা পেয়েছেন৷ হয়েছে বিস্তর ‘ফোটো সেশন'। কিন্তু সবশেষ চুরি হয় লুপিটার মুক্তোর গাউন।  

 

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।