ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মে মাসে প্রেক্ষাগৃহে আন্ডার কনস্ট্রাকশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মে মাসে প্রেক্ষাগৃহে আন্ডার কনস্ট্রাকশন ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির দৃশ্যে সাহানা গোস্বামী

‘মেহেরজান’ ছবির সুবাদে আলোচিত পরিচালক রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে অনলাইনে এর ২ মিনিট ১৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলার উন্মুক্ত হয়েছে।

রুবাইয়াত জানান, মে মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে ২২ ফেব্রুয়ারি ছবিটি বিনা কর্তনে সেন্সর  ছাড়পত্র পায়।

 

ছবিটিতে ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রে অভিনয় করে রয়া। এক যুগ ধরে মঞ্চে নন্দিনীর ভূমিকায় অভিনয় করছে সে। কিন্তু বয়স বেড়ে যাওয়ায় দলনেতা চরিত্রটিতে আরেকজনকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি স্বামীর যান্ত্রিক হিসাব-কষা জীবন তাকে হতাশ করে, একাকীত্বের জন্ম দেয়। এতে রুনা চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সাহানা গোস্বামী (রা.ওয়ান, রক অন, মিডনাইট চিলড্রেন)।  

ভারতীয় অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তারা। বাংলাদেশের অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, শাহাদাৎ হোসেন, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

 

তিনি আরো জানান, ছবিটি আগামী অক্টোবর ও নভেম্বরে বিশ্বের বড় দুটি চলচ্চিত্র উৎসবে যাওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে।  

এ ছবিতে রক্ত করবীর দুটি গান রয়েছে; ‘তোমায় গান শোনাবো’ ও ‘পৌষ তোদের ডাক দিয়েছে’। সংগীত পরিচালনা এবং আবহ সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং কণ্ঠ দিয়েছেন শাহানা বাজপেয়ী।

 

* ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির ট্রেলার : 


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।