ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভূতের সিরিয়ালে লেডি গাগা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ভূতের সিরিয়ালে লেডি গাগা লেডি গাগা

গা ছমছমে ভৌতিক কাহিনীর সিরিয়াল ‘আমেরিকান হরর স্টোরি: হোটেল’ পঞ্চম বর্ষে পা রাখতে যাচ্ছে। নতুন মৌসুমে চমক হিসেবে থাকছেন লেডি গাগা।

এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি।

 

এবারই প্রথম ছোট পর্দায় কাজ করতে যাচ্ছেন গাগা। টুইটারে এ ঘোষণা দিয়ে একটি ভিডিও ছেড়েছেন তিনি। এতে মুখোশ পরা অবস্থায় দেখা গেছে ২৬ বছর বয়সী এই তারকাকে।  

 

ধারণা করা হচ্ছে, জেসিকা ল্যাঞ্জের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গাগা। তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। চলতি বছরের অক্টোবর থেকে সিরিজটির প্রচার শুরু হবে আবার।  

 

এর আগে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন গাগা। এগুলো হলো ‘ম্যাশেট কিলস’,  ‘মাপেটস মোস্ট ওয়ান্টেড’  এবং ‘সিন সিটি: অ্যা ডেম টু কিল ফর’।

 

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।