ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবীন্দ্রনাথ চরিত্রে পরমব্রত, কাদম্বরীর ভূমিকায় কঙ্কনা

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
রবীন্দ্রনাথ চরিত্রে পরমব্রত, কাদম্বরীর ভূমিকায় কঙ্কনা কঙ্কনা সেন শর্মা ও পরমব্রত চট্টোপাধ্যায়

সুমন ঘোষের ‘কাদম্বরী’ ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। নাম ভূমিকায় দেখা যাবে কঙ্কনা সেন শর্মাকে।

কলকাতার তপন থিয়েটারে এর দৃশ্যধারণ চলছে।  

 

রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বৌদি কাদম্বরী দেবীর মধ্যকার সম্পর্ককে ঘিরেই ছবিটির গল্প। কাদম্বরীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর চরিত্রে অভিনয় করছে কৌশিক সেন। গল্পের ভেতর নটি বিনোদিনীর চরিত্রে মঞ্চে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কাদম্বরীর মনে সন্দেহ দানা বাঁধে, এই মেয়েটির সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথের অন্তরঙ্গ সম্পর্ক আছে।  

১৮৮৪ সালের ১৯ এপ্রিল আত্মহত্যা করেন কাদম্বরী দেবী। তার আত্মহত্যার কারণ জানা নো গেলেও ধারণা করা হয় রবীন্দ্রনাথের হঠাৎ বিয়ে কাদম্বরীকে বিচলিত করে তুলেছিলো। কাদম্বরী দেবীর অকাল মৃত্যু রবীন্দ্রনাথের মনে গভীর দাগ ফেলে। বিভিন্ন সময় চিঠি, গান, কবিতায় তা ব্যক্তও করেন বিশ্বকবি।

 

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।