ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই বাংলার নাট্যমেলার জন্য আসছেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
দুই বাংলার নাট্যমেলার জন্য আসছেন তারা

দুই বাংলার ১২টি দর্শকনন্দিত নাটক নিয়ে প্রাঙ্গণেমোরের আয়োজনে আগামী ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত হতে যাচ্ছে ‘দুই বাংলার নাট্যমেলায় রবীন্দ্রনাট্য ও অন্যান্য ২০১৫’। এতে অংশ নিতে আসছেন ভারতের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরা।



আয়োজকরা জানান, ওপার বাংলার নাট্যাভিনেতা দেবশঙ্কর দালদার, গৌতম হালদার, দ্যুতি ঘোষ হালদার, তূর্ণা দাশ, কিশোর সেনগুপ্ত, বিন্দিয়া ঘোষ, সৌমিত্র মিত্র, চৈতী ঘোষাল, মলয় সাহা, শুভ্রজিৎ দত্তসহ আরও অনেকের অভিনীত নাটক থাকছে নাট্যমেলায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাট্যমেলার উদ্বোধন হবে ৬ মার্চ বিকেল সাড়ে ৫টায়। উদ্বোধক হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন আতাউর রহমান, সংস্কৃতি সচিব রনজিৎ কুমার বিশ্বাস, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশের পরিচালক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকী। নাট্যমেলাটি প্রয়াত নাট্য অভিনেতা ও নির্দেশক খালেদ খানকে উৎসর্গ করা হয়েছে।

এবারের নাট্যমেলাতে ভারতের ৪টি ও বাংলাদেশের ৮টি নাটকের প্রদর্শনী হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। ৬ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে ভারতের পূর্ব-পশ্চিমের ‘রক্তকরবী’, পরীক্ষণ থিয়েটার হলে সময়ের ‘ভাগের মানুষ’, ৭ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’, পরীক্ষণ থিয়েটার হলে সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’, ৮ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে থিয়েটার আর্ট ইউনিটের ‘না-মানুষি জমিন’, পরীক্ষণ থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় একজন’, ৯ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে প্রাঙ্গণেমোরের ‘শ্যামাপ্রেম’, পরীক্ষণ থিয়েটার হলে নাট্যতীর্থের ‘কঙ্কাল’, ১০ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘তৃতীয় আরেকজন’, পরীক্ষণ থিয়েটার হলে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নিশীমন বিসর্জন’, ১১ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘মেয়েটি’, ১২ মার্চ জাতীয় নাট্যশালা মূল মঞ্চে নয়ে নাটুয়ার ‘হাওয়াই’।

** দুই বাংলার নাট্যমেলা রবীন্দ্রনাট্য ও অন্যান্য

বংলাদেশ সময় : ০৯৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।