ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিকিৎসকদের পর্যবেক্ষণে সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
চিকিৎসকদের পর্যবেক্ষণে সোনম সোনম কাপুর

কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ঘরে ফিরেছিলেন, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় আবার হাসপাতালে যেতে হলো সোনম কাপুরকে।

রাজস্থানের রাজকোট থেকে ৩০ কিলোমিটার দূরে গন্ডালে সুরজ বরজাতিয়ার পরিচালনায় ‘প্রেম রত ধান পায়ো’ ছবির কাজ করছিলেন সোনম।

প্রচন্ড জ্বরে কাবু হয়ে পড়ায় সেখানকার স্টার্লিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে।

এক্স-রে ও রক্ত পরীক্ষার পর হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ারি ইউনিটের প্রধান ড. চিরাগ মাত্রাবাদিয়া জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন সোনম। এ কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

একই ছবির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সোনম হাসপাতালে গিয়েছিলেন। এতে তার সহশিল্পী সালমান খান।
Sonom_kapoor
বাংলাদেশ সময় : ১২৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।