ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একটি করে গান জমাচ্ছেন কনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
একটি করে গান জমাচ্ছেন কনা কনা

চার বছর পর নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন কনা। এরই মধ্যে একটি গান তৈরি হয়ে গেছে।

এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।  

 

কনা জানান, বাপ্পা মজুমদারের সঙ্গেও একটি গানের ব্যাপারে কথা পাকা হয়েছে। আজ মঙ্গলবার তিনি শওকত আলি ইমনের সঙ্গে আলোচনা করবেন আরেকটি গান নিয়ে। ‘আমার নতুন অ্যালবামে একজন সংগীত পরিচালক একটি করে গান তৈরি করে দেবেন। এভাবে একটি একটি করে গান জমাতে জমাতে পূর্ণাঙ্গ অ্যালবাম হয়ে যাবে। ’

 

বরাবরের মতো এবারও একটি নজরুলসংগীত গাইবেন কনা। এর সংগীতায়োজন করবেন বাপ্পা। গানটি হলো- ‘মেঘের ডমরু’। ‘নজরুলসংগীত নিয়েই আমার পথচলা শুরু। তাই আগের অ্যালবামের মতো এবারই নজরুলের একটি গান গাইবো। ’

 

অ্যালবামটি বাজারে আসবে কবে? হতাশার সুরে কনা বলেন, ‘দেশের পরিস্থিতি তো এখন ভালো না। দেখি কবে বের করতে পারি। ’

 

কনার প্রথম অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ ২০০৬ সালে, দ্বিতীয় একক অ্যালবাম ‘কনা’ ২০০৮ সালে এবং তৃতীয় একক অ্যালবাম ‘সিম্পলি কনা’ বের হয় ২০১১ সালে।  

 

* কনার গাওয়া গানের ভিডিও : 

 

* নোবেলের সঙ্গে কনার ‘পাহারা’ গানের মিউজিক ভিডিও : 

 

* কনার গাওয়া ‘যাই ভুলে যাই’ গানের ভিডিও : 

 

বাংলাদেশ সময় : ১৮৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।