ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘বিনি সুতার মালা’ টেলিছবিতে ফারজানা ছবি

রাজধানী ও চট্টগ্রামের বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ৪ মার্চ রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…


মঞ্চ

বাংলাদেশ শিল্পকলা একাডেমী

* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ :  ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’ সন্ধ্যা ৭টায়।

লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনায় নাসিরউদ্দীন ইউসুফ।  

* পরীক্ষণ থিয়েটার হল :  বাতিঘরের ‘ঊর্ণাজাল’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী সন্ধ্যা ৭টায়। রচনা ও নির্দেশনায় বাকার বকুল।  


* স্টুডিও থিয়েটার হল :  মাইম আর্টের নাটক ‘যেমন কর্ম তেমন ফল’ সন্ধ্যা ৭টায়। রচনা ও নির্দেশনায় নিথর মাহবুব।  

সেলিম আল দীন মুক্তমঞ্চ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার : জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘কিত্তনখোলা’ সন্ধ্যা ৬টায়। লিখেছেন সেলিম আল দীন, নির্দেশনা দিয়েছেন নাজমুস সাকিব রুবেল।


টেলিভিশন

এটিএন বাংলা : বিনোদন জগতের খবরাখবর নিয়ে ‘শোবিজ ওয়ার্ল্ড’ বিকেল ৪টা ২০ মিনিটে। উপস্থাপনা ও পরিচালনায় রুমানা আফরোজ।

চ্যানেল আই : টেলিছবি ‘বিনি সুতার মালা’ বিকেল ৩টা ৫ মিনিটে। অভিনয়ে ফারজানা ছবি, শতাব্দী ওয়াদুদ, নিশানা। লিখেছেন মতিয়া বানু শুকু।

এনটিভি :  রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ফুড ক্যারাভান’ রাত ৮টা ১৫ মিনিটে। রন্ধনশিল্পী আফিফা আক্তার লিটা, উপস্থাপনায় পিংকী ছেত্রী।

দেশ টিভি : নারীর অধিকার : কতটুকু এগিয়েছি আমরা বিষয়ে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। অতিথি আয়েশা খানম, আইনুন নাহার, ডা. দীপু মনি ও জ্যোতি চট্টোপাধ্যায়।

চ্যানেল নাইন : কত্থকনৃত্যের অনুষ্ঠান ‘ঘুঙুর বাজে ছন্দে’ রাত ৮টা ৪৫ মিনিটে।

জিটিভি : বিশ্বকাপ নিয়ে আয়োজন ‘ক্রিক ফ্রিক’ রাত ৮টায়। ‘ক্রিকেট ম্যানিয়া’ রাত ৮টা  ৪০ মিনিটে। উপস্থাপনায় শ্রাবণ্য। ‘বিশ্বকাপ ক্রিকেট হাইলাইটস’ রাত সাড়ে ১১টায়। উপস্থাপনায় সামিয়া আফরিন।


এসএ টিভি :
বৈঠকী গানের আয়োজন ‘সন্ধ্যার মেঘমালা’ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অতিথি মিতু রানী কর্মকার।

যমুনা টিভি : অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে ‘ক্রাইম সিন’ রাত ৯টা ২০ মিনিটে।  

 

চলচ্চিত্র

স্টার সিনেপ্লেক্স, পান্থপথ

* কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস (দুপুর ১টা ৪৫, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)।

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর ১টা ৫০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১০)।

* হর্নস (দুপুর ১টা ৪০, বিকেল ৪টা ৪৫)।

* জিরো ডিগ্রী (বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* জেসাবেলে (দুপুর ২টা, সন্ধ্যা সাড়ে ৭টা)।


ব্লকবাস্টার সিনেমাস

* দ্য হবিট : দ্য ব্যাটেল অব দ্য ফাইভ আর্মিস থ্রিডি (দুপুর ২টা ১০, সন্ধ্যা ৬টা ৫০)।

* কিংসম্যান : দ্য সিক্রেট সার্ভিস (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ১০, সন্ধ্যা ৭টা ৪০)।

* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৪০)।

* জিরো ডিগ্রি (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।

* নাইট অ্যাট দ্য মিউজিয়াম : সিক্রেট অব দ্য টম্ব (বিকেল ৩টা ২০)।

* এক্সোডাস : গডস অ্যান্ড কিংস থ্রিডি (দুপুর সাড়ে ১২টা)।

* রোমিও বনাম জুলিয়েট (বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।

* সেভেন্থ সান থ্রিডি (দুপুর ১২টা, রাত ৮টা)।

* টেকেন থ্রি (বিকেল ৩টা, ৫টা ২০)।

* ইন্টারস্টেলার (বিকেল ৩টা ৪০)।

 

প্রদর্শনী

লা গ্যালারি, আঁলিয়স ফ্রঁসেজ, ধানমন্ডি : শিল্পী লায়লা আঞ্জুমান আরার একক চিত্রকর্ম প্রদর্শনী ‘প্রকৃতির আনন্দ’ চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা।  

 

বাংলাদেশ সময় : ১৩১৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।