ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে এবার মেহজাবিন, শুভ ও মিম

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
একসঙ্গে এবার মেহজাবিন, শুভ ও মিম মেহজাবিন, আরিফিন শুভ ও নাদিয়া আফরিন মিম

মেহজাবিন, আরিফিন শুভ ও এবারের লাক্স তারকা নাদিয়া আফরিন মিম একসঙ্গে একটি নাটকে কাজ করছেন। নাম ‘সুরভীর রুপকথা’।

তবে এখানে মেহজাবিন থাকছেন ভিন্ন রুপে। লাক্স এর বিশেষ এ নাটকটি পরিচালনা করবেন রাজীব আশরাফ।

৪ মার্চ থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নাটকটি নিয়ে মেহজাবিন বাংলানিউজকে বলেন, ‘এখানে আমাকে লাক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পারফর্ম করতে দেথা যাবে। তবে নাটকের গল্পের শুরুতে পরীর বেশে বিজ্ঞপনের মত থাকছি আমি। নাটকটি লাক্সের বিভিন্ন ক্যাম্পেইনও দেখানো হবে। আর মূল গল্পে থাকছে শুভ ও মিম। ’

আরিফিন শুভ অনেকদিন পর ছোটপর্দার নাটকে অভিনয় করতে যাচ্ছেন। আর সঙ্গে জুটি হয়ে প্রথমবার কাজ করছেন নাদিয়া আফরিন মিম।

লাক্স নিবেদিত এ নাটকটির গল্প থাকছে ইউনিলিভার টিমের। আর নাটকের নামটি এখনও চুড়ান্ত হয়নি। দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করার পর যে কোনো বেসরকারী টিভিতে এটি প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।