ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুলিশের জন্য নাচবেন তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
পুলিশের জন্য নাচবেন তারা (বাম থেকে) অহনা, নিরব, মিম, শুভ ও আইরিন/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪০ বছর বর্ষপূর্তি হচ্ছে ৫ মার্চ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে সন্ধ্যায় হতে যাচ্ছে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এখানে অংশ নেবেন অনন্ত জলিল, ফেরদৌস, আরিফিন শুভ, ইমন, নিরব, বিদ্যা সিনহা মিম, শখ, মেহজাবিন, আইরিন ,অহনা, নায়লা নাঈম ও প্রীতম। অনুষ্ঠানে বেশকিছু জনপ্রিয় গানের সঙ্গে নাচতে দেখা যাবে তাদের।


এর মধ্যে ফেরদৌস ও শখ ‘আসসালামু আলাইকুম বেয়াইন সাব’, অনন্ত জলিল ‘শোনরে হৃদয়হীনা’, ইমন ও মেহজাবিন ‘চুপিচুপি বলো কেউ’, নিরব, অহনা ও আইরিন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ‘আমি নিঃস্ব হয়ে যাবো’, প্রীতম ও নায়লা নাঈম ‘ঠোঁট পর ভোট’ গানে মঞ্চে নিজেদের পরিবেশনা উপস্থাপন করবেন।

অনুষ্ঠানটির আয়োজন করেছে গানবাংলা টিভি। নৃত্য পরিচালনা করছেন ঈগলস ড্যান্স গ্রুপের তানজিল। রাজধানীর নিকেতনের ঈগলসের কার্যালয়ে কয়েকদিন ধরে চলছিলো তারকাদের মহড়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া।  

 

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।