ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্লকবাস্টার সিনেমাসে জনি ডেপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ব্লকবাস্টার সিনেমাসে জনি ডেপ জনি ডেপ

রাজধানীর ব্লকবাস্টারে আসছেন জনি ডেপ! হলিউডের এই সুপারস্টারের নতুন ছবি ‘মর্ডিকাই’ এখানে মুক্তি পাচ্ছে আগামী ৬ মার্চ। এর গল্প চুরি হয়ে যাওয়া একটি চিত্রকর্ম উদ্ধারকে ঘিরে।

গুঞ্জন ছড়িয়ে পড়ে, আঁকা ছবিটিতে নাৎসিদের হারানো স্বর্ণভান্ডারের কোড আছে।

 

ডেভিড কিপ পরিচালিত অ্যাকশন-কমেডি ধাঁচের ছবিটি ২৩ জানুয়ারি আমেরিকায় মুক্তি পায়। এতে আরও অভিনয় করেছেন গিনেথ প্যালট্রো, ইউয়ান ম্যাকগ্রেগর, পল বেটানি, অলিভিয়া মুন ও জেফ গোল্ডব্লাম। ১ ঘণ্টা ৪৬ মিনিট ব্যাপ্তির ছবিটি তৈরি হয়েছে ৬ কোটি ডলারে।  

ঢাকায় মুক্তি উপলক্ষে ব্লকবাস্টার সিনেমাসে আগামী ৫ মার্চ রাত ৭টায় আমন্ত্রিত অতিথিদের জন্য ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  

 

বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।