ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবিগুরুর গান থেকে উপস্থাপনায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
কবিগুরুর গান থেকে উপস্থাপনায় অদিতি মহসিন

রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এবার তিনি যোগ দিয়েছেন ‘আলো ভুবনে’! এটি মাছরাঙা টেলিভিশনের নতুন অনুষ্ঠানের নাম।

 

 

মেধা, শ্রম ও নিষ্ঠায় নিজেদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া বিভিন্ন অঙ্গনের আলো ছড়ানো মানুষদের নিয়ে সাজানো হয়েছে এটি। প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেতা আবুল হায়াত ও সংগীতশিল্পী চন্দনা মজুমদার। আবুল হায়াতের পছন্দের গান গেয়ে শোনাবেন চন্দনা।

সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টায় প্রচার হবে ‘আলোর ভুবনে’। ৭ মার্চ রয়েছে এর প্রথম পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

 

বাংলাদেশ সময় : ১৪৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।