ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বীরযোদ্ধাদের নিয়ে ‘তোমাকে অভিবাদন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বীরযোদ্ধাদের নিয়ে ‘তোমাকে অভিবাদন’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে লড়ার জন্য ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন সাতজন শহীদ মুক্তিযোদ্ধা। দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘বীর উত্তম’ পেয়েছেন ৬৯ জন।

এরপর পর্যায়ক্রমে ‘বীর বিক্রম’ ১৭৫ জন এবং ‘বীর প্রতীক’ খেতাব পান ৪২৬ জন।  

 

মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান তৈরি করেছে মাছরাঙা টেলিভিশন। ‘তোমাকে অভিবাদন’ নামের এই আয়োজনে নিজেদের বীরত্বগাঁথা তুলে ধরবেন বীরযোদ্ধারা।  

বীর প্রতীক মেজর (অবঃ) ওয়াকার হাসানের উপস্থাপনায় ‘তোমাকে অভিবাদন’ প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। ৭ মার্চ থেকে প্রতি শনিবার রাত ১২টা ২ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।  

 

বাংলাদেশ সময় :  ১৬১২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।