ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাড়ি পরে আলোচিত শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
শাড়ি পরে আলোচিত শাহরুখ শাহরুখ খান

চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনচিত্র নয়, শাহরুখ খান এখন খবরের শিরোনামে আসছেন ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’ অনুষ্ঠানের জন্য। এর মাধ্যমে ফের ছোট পর্দায় সঞ্চালনা করছেন তিনি।

এর একটি পর্বে তাকে শাড়ি পরার অনুরোধ জানায় প্রতিযোগী এক দম্পতি। এমন আবদার শুনে বিরক্ত হননি ৪৯ বছর বয়সী এই অভিনেতা, বরং সানন্দে মঞ্চে দাঁড়িয়ে শাড়ি পরে ফেলেছেন।

 

শাহরুখকে শাড়িটি পরতে সহায়তা করেন বেশ কয়েকজন নারী। আঁচল থেকে শাড়ির কুঁচি, সবকিছু ঠিক জায়গায় ঠিকভাবে পরেছেন তিনি। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। আর শাড়ি পরেছেন নারীদের প্রতি সম্মান জানাতেই। এজন্য অভিভূত তার মেয়ে ভক্তরা।  

এদিকে শাহরুখ এখন মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ ছবির কাজও করছেন। এতে তার সহশিল্পী ইলিয়েনা ডি’ক্রুজ ও বাণী কাপুর। এর সংগীত পরিচালনা করেছেন এ.আর. রহমান।  

 

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।