ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

মালয়েশিয়ায় নাদিয়ার ‘দেশি কুটুম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
মালয়েশিয়ায় নাদিয়ার ‘দেশি কুটুম’ নাদিয়া নদী

মালয়েশিয়া থেকে ফিরলেন নাদিয়া নদী। সেখানে ‘দেশি কুটুম’ নামের একটি টেলিছবিতে কাজ করেছেন তিনি।

এবারই প্রথম দেশটিতে কাজের জন্য গিয়েছিলেন তিনি।  

 

টেলিছবিটি নিয়ে নাদিয়া নদী বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও নদী। মালয়েশিয়ার কুয়ালামপুরের বিভিন্ন জায়গায় কাজ করা এ টেলিছবিতে তিনটি গানও রয়েছে। অনেকটা চলচ্চিত্রের আঙ্গিকে কাজ হয়েছে। ’

 

টেলিছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন সৈয়দ রাসেল। এতে তার সহশিল্পী কাজী আসিফ। শিগগিরই একটি টিভিতে প্রচার হবে ‘দেশি কুটুম’।

 

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।