ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্ভয়ার জন্য মেরিল ও ফ্রিদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
নির্ভয়ার জন্য মেরিল ও ফ্রিদা মেরিল স্ট্রিপ ও ফ্রিডা পিন্টো

দিল্লিতে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া নির্ভয়ার জন্য হাত মেলালেন হলিউডের দুই প্রজন্মের দুই অভিনেত্রী মেরিল স্ট্রিপ ও ফ্রিদা পিন্টো। আন্তর্জাতিক নারী দিবসের পরদিন অর্থাৎ ৯ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

সেখানে ‘ইন্ডিয়াস ডটার’ প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার হবে।

নির্ভয়ার জীবন ও মৃত্যুর তদন্ত নিয়ে ছবিটি নির্মাণ করেছেন বাফটা পুরস্কারজয়ী পরিচালক লেসলি উডউইন। এতে সহযোগী প্রযোজনার দায়িত্বে ছিলেন ফ্রিদা। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী গার্ল রাইজিং কর্মসূচিরও দূত। এই কার্যক্রম যেন বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে তা নিশ্চিতকরণে নানা পদক্ষেপ নিচ্ছেন ফ্রিদা।

এরই মধ্যে প্রামাণ্যচিত্রটি ইতিবাচক প্রভাব ফেলেছে। সমাজের চিন্তা-চেতনা পরিবর্তনের জন্য এটি প্রত্যেকের দেখা উচিত বলে মন্তব্য বোদ্ধাদের। তাই প্রিমিয়ারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেরিল স্ট্রিপ। নিউইয়র্কের ওই আয়োজনে নারী বিষয়ে চতুর্থ জাতিসংঘ বিশ্ব সম্মেলনের ২০ বছর পূর্তির উদযাপনেও অংশ নেবেন তারা।

দিল্লি গণধর্ষণ নিয়ে তথ্যচিত্র প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দিল্লির এক আদালত। এ ছাড়া প্রামাণ্যচিত্রে রাখা নির্ভয়া-ধর্ষকের সাক্ষাৎকার নিয়ে হৈচৈ পড়ে গেছে ভারতে। কারণ তিহার জেলে ধারণকৃত সাক্ষাৎকারটি দেওয়ার সময় কয়েদির পোশাক ছিলো না তার গায়ে।  

 

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।