ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কুয়াকাটা জেলেপাড়ায় মৌসুমী হামিদ

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
কুয়াকাটা জেলেপাড়ায় মৌসুমী হামিদ ‘ঢেউ’ টেলিছবির দৃশ্যে মৌসুমী হামিদ

কুয়াকাটা সমুদ্র সৈকত ঘেষে জেলেপাড়ায় কয়েকদিন ধরেই কাটছে মৌসুমী হামিদের দিন-রাত। সেখানে বসে তাঁত বোনাও শিখছেন তিনি।

এসব একটি টেলিছবির অংশ। এর নাম রাখা হয়েছে ‘ঢেউ’। মোঃ আবু রাজিনের মূল গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মাহমুদুল হাসান টিপু।

কুয়াকাটার বিভিন্ন জায়গায় নির্মাণাধীন এ টেলিছবিতে মৌসুমী হামিদের সহশিল্পী অভিনয় করছেন মোশাররফ করিম ও মারজুক রাসেল। শিগগিরই একটি টিভিতে প্রচার হবে ‘ঢেউ’।

কুয়াকাটা থেকে ১০ মার্চ ঢাকায় ফিরবেন মৌসুমী হামিদ। তিনি বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম কাজলী। চর দখল ও একটি মেয়ের জীবনের টানাপড়েনের গল্প তুলে ধরা হচ্ছে এতে। অনেক সময় নিয়ে চলচ্চিত্রের আঙ্গিকে কাজ করছেন নির্মাতা। ’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।