ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকায় আবার আন্তর্জাতিক নাট্যোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
ঢাকায় আবার আন্তর্জাতিক নাট্যোৎসব

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। আগামী ১২ মার্চ শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত।

 

 

জানা গেছে, এবারের নাট্যোৎসবে দেশের প্রায় ২৩টি দলের পাশাপাশি অংশগ্রহণ করতে আসবে চারটি বিদেশি দল। প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালার মূলমঞ্চ, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে।  

 

আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ জানান, ‘সহিংসার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্য বিষয়ে দু’টি সংলাপের আয়োজন করা হয়েছে।  

 

বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।