ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে নিয়ে লেডি গাগার পরিকল্পনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
বিয়ে নিয়ে লেডি গাগার পরিকল্পনা লেডি গাগা

নতুন জীবন শুরু করতে যাচ্ছেন লেডি গাগা। তার ইচ্ছে, বিয়েটা হয়ে উঠবে পারিবারিক উৎসব।

বাড়ির সবাই যেন বর-কনের সঙ্গে আনন্দে মেতে ওঠেন সেজন্যই এই পরিকল্পনা। অতিথিদের জন্য খানাপিনা আনা হবে নিউইয়র্কে তার মা-বাবার রেস্তোরাঁ জোয়ান ট্রাট্টোরিয়া থেকে।

ইউএস উইকলি ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, বিয়েতে গাগার পাশে থাকবেন তার ছোট বোন নাটালি। মেয়েকে বধূর বেশে দেখতে তর সইছে না বাবার। ক্যালিফোর্নিয়ার মালিবুতে ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বাড়ি গাগার। চলতি বছরের শেষভাগে সেখানেই বিয়ে করবেন ২৮ বছর বয়সী এই গায়িকা।

বিয়ের অতিথি তালিকায় থাকছেন ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন ও মার্কিন সংগীতশিল্পী টনি বেনেট। তাদের মধ্যে বেনেটের সঙ্গে ‘চিক টু চিক’ নামে একটি দ্বৈত অ্যালবাম গত বছর বের করেছেন গাগা। এর শিরোনাম-সংগীত গাওয়ার জন্য বেনেটের কাছে তিনি আবদার করবেন বলে জানা গেছে।

চার বছর প্রেমের পর গত বিশ্ব ভালোবাসা দিবসে গাগার অনামিকায় হৃদয় আকৃতিরআংটি পরিয়ে দেন তার প্রেমিক অভিনেতা টেলর কিনি ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।