ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লোপেজের সুন্দর ত্বকের রহস্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
লোপেজের সুন্দর ত্বকের রহস্য জেনিফার লোপেজ

বয়সের কোঠা পেরিয়েছে পঁয়তাল্লিশের ঘর, মা হয়েছেন যমজ সন্তানের। এখনও যেন তরুণীদের সঙ্গে রূপে-গুণে টেক্কা দেন জেনিফার লোপেজ।

এর রহস্য তো একটা আছেই! কেউ যদি ধারণা করে বসে থাকেন, সার্জারি করিয়ে সৌন্দর্য ধরে রেখেছেন তিনি তাহলে ভুল হবে। কারণ ছুরি-কাঁচির নিচে যাওয়ার চেষ্টা কখনও করেননি মার্কিন এই গায়িকা-অভিনেত্রী। বরং তিনি বেছে নেন সিএসিআই নামের নন-সার্জিক্যাল ফেসিয়াল চিকিৎসা পদ্ধতি।

জানা গেছে, এই পদ্ধতির জন্য লোপেজকে গুনতে হয় ২৫ হাজার মার্কিন ডলার। তবে এ নিয়ে আফসোস নেই তার। কারণ ফলটা পাচ্ছেন মনের মতো। এই পদ্ধতি ত্বকের কোনো ক্ষতিই করে না। এটা অনেকটা মুখের পেশিতে ব্যায়ামের মতো। এতে চিবুক, মুখ ও চোখের বলিরেখাগুলো মুছে যায়। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতার জন্য উপকারী ব্যাকটেরিয়ার সক্ষমতা তৈরি করে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।