ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হ্যাপীর সঙ্গে কিছুক্ষণ

রুবেলের খেলা দেখলে হ্যাপি হয়ে যাই

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
রুবেলের খেলা দেখলে হ্যাপি হয়ে যাই নাজনীন হ্যাপি

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে। ৯ মার্চ ইংল্যান্ডকে হারিয়ে এই নতুন ইতিহাস গড়েছে দামাল ছেলেরা।

এ জয়ের পেছনে সবারই অবদান আছে কমবেশি। তবে পেস বোলার রুবেল হোসেনের অবদানের কথা আলাদাভাবে না বললেই যেন নয়। বিশ্বকাপের আগে থেকেই চিত্রনায়িকা হ্যাপির সঙ্গে তার নাম জড়িয়ে নানারকম মন্দ খবর তৈরি হয়েছে। তবে সেই মেঘ কেটে গেছে। হ্যাপিও এখন হ্যাপি। খেলা শেষে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।  

 

বাংলানিউজ : আজ খেলা দেখেছেন? 

হ্যাপী : হ্যাঁ। পুরো খেলা দেখেছি। আমি আগে ক্রিকেট বুঝতাম না। রুবেলই আমাকে ক্রিকেট বুঝিয়েছে।  

 

বাংলানিউজ : রুবেল যখন উইকেট নিচ্ছিল, তখন কেমন লাগছিলো?

হ্যাপী : খুব ভালো। শেষ উইকেটটা নেওয়ার পর রুবেল যে দৌড়টা দিলো, সে দৃশ্য এতো ভালো লাগছিলো যে বলে বোঝাতে পারছি না। আমার চোখে রুবেলই বাংলাদেশের সেরা বোলার।  

 

বাংলানিউজ : আপনার নাম হ্যাপী, বাংলাদেশের মানুষও আজ হ্যাপী (খুশি), এটা ভাবলে কেমন লাগে?

হ্যাপী : (হেসে) নামটা নিয়ে অনেক মজা হয়। আমি আমার নাম নিয়ে বেশ খুশি। কারো মুখে নামটা শুনলে ভালো লাগে।

 

বাংলানিউজ : বাংলাদেশের বিজয়ে গোটা দেশের মানুষ হাসছে, রুবেলকে কি ক্ষমা করেছেন?

হ্যাপী : রুবেলকে মন থেকে ক্ষমা করে দিয়েছি।  

বাংলানিউজ : রুবেল যদি চান, তাহলে কি তাকে বিয়ে করবেন?

হ্যাপী : জানি না রুবেল কখনও আমার কাছে ফিরবে কি-না। তবে ফিরে এলে আমি তাকে বিয়ে করতে রাজি। রুবেলের জন্য যতদিন অপেক্ষা করতে হয় করবো, কারণ আমি তাকে ভালোবাসি।

 

বাংলানিউজ : বাংলাদেশের আর কোনো খেলোয়াড়ের খেলা ভালো লাগে?

হ্যাপী : না। শুধু রুবেলের খেলাই আমি উপভোগ করি। ওর খেলা দেখলেই আমি হ্যাপী হয়ে যাই।  

 

বাংলানিউজ : চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?

হ্যাপী : বদরুল আমিন পরিচালিত ‘রিয়্যালম্যান’ ছবির কাজ শেষ করেছি। এটি মুক্তির অপেক্ষায় আছে।  

 

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

** হ্যাপীর আইনজীবী আর লড়বেন না!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।