ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমিরের ৫০তম জন্মদিনে যা যা হবে

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
আমিরের ৫০তম জন্মদিনে যা যা হবে আমির খান

বয়সের কোঠা পঞ্চাশে পড়লে জন্মদিনটা ধুমধাম আয়োজনে উদযাপন করে সবাই। আর তারকা হলে তো কথাই নেই।

আমির খানও যোগ দিচ্ছেন সেই দলে। আগামী ১৪ মার্চ বয়সের দিক দিয়ে হাফ সেঞ্চুরি করবেন তিনি। সাদামাটা আর অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত হলেও ৫০তম জন্মদিনটা ঠিকই রাজকীয়ভাবে কাটানোর পরিকল্পনা করেছেন বলিউডের এই সুপারস্টার।

লোনাভালার যাবান টুঙ্গি রোডে সাড়ে তিন হাজার একর জমির ওপর গড়ে ওঠা অবস্থিত হিলটন শিলিম এস্টেট রিট্রেট অ্যান্ড স্পা হোটেলে বিশাল অনুষ্ঠান আয়োজন করছেন তার স্ত্রী কিরণ রাও। অতিথিদের গোপনীয়তা ও প্রশান্তির কথা ভেবেই বেছে নেওয়া হয়েছে হোটেলটি। এখানে আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হবে অর্ধেক বলিউড। তাই সংবাদমাধ্যমের জন্য কোনো ব্যবস্থাই রাখতে চান না বিখ্যাত এই অভিনেতা-নির্মাতা।

একটি সূত্র জানিয়েছে, আমিরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠান হবে সপ্তাহব্যাপী। অতিথিরা ১৩ মার্চ সন্ধ্যায় অথবা ১৪ মার্চ সকালে হাজির হবেন হোটেলে। গোটা দিন সুইমিং পুলে কাটাবেন বেশিরভাগ অতিথি। গরম জলেও করা যাবে স্নান। ফিটনেস চর্চারও সুযোগ থাকছে। নেওয়া যাবে স্পা। সন্ধ্যায় সবাই জড়ো হবেন আমির ও কিরণ দম্পতির সামনে। তখন হোটেলের সামনের অংশে কাটা হবে কেক।

অতিথিদের জন্য এক সপ্তাহের জন্য বরাদ্দ নেওয়া শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বারান্দায় দাঁড়িয়ে দেখা যাবে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে আলাদা পুল, চমৎকার আসবাবপত্রে সাজানো ব্যালকনি ও চা-চত্বর।

এরই মধ্যে অতিথিদের কাছে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র। পাশাপাশি কিরণ ব্যক্তিগতভাবে সবাইকে ফোনও করেছেন। তিনিই সব খুঁটিনাটি দিকগুলোর দেখভাল করছেন। জানা গেছে, অতিথি তালিকায় আছেন বচ্চন পরিবার, সালমান খান এবং তার পরিবার, কঙ্গনা রনৌত, অানুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, বিধু বিনোদ চোপড়া, করণ জোহর, রণবীর সিং, আদিত্য চোপড়া ও রানী মুখার্জি দম্পতি, গীতিকার প্রসূণ জোশি, আমির খানের ভাগ্নে ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা।

আমির সাধারণত মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই জন্মদিন উদযাপন করে থাকেন। প্রতিবারই অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন। কিন্তু এবার হাফ সেঞ্চুরি উপলক্ষে আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আমির ও কিরণ।


এদিকে আমিরকে পঞ্চাশের ঘরে স্বাগত জানিয়েছেন অমিতাভ বচ্চন। ১০ মার্চ মুম্বাইয়ে তারা দু’জনে মিলে ‘ব্রোকেন হর্সেস’ নামে হলিউডের একটি ছবির ট্রেলার উদ্বোধন করেন। ৭২ বছর বয়সী বিগ বি বলেন, ‘বুড়িয়ে যাওয়ার ক্লাবে স্বাগতম। ’


বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।