ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছেন আরেক বন্ডকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
আসছেন আরেক বন্ডকন্যা স্টেফানি সিগম্যান

জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেকটার’-এ নেওয়া হলো আরেক বন্ডকন্যাকে। তিনি হলেন স্টেফানি সিগম্যান।

তার চরিত্রের নাম এস্টেল। জেমস বন্ডের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। ২৮ বছর বয়সী এই মেক্সিকান অভিনেত্রী এর আগে ‘মিস বালা’ এবং ‘পাইওনিয়ার’-এর মতো ছবিতে কাজ করেছেন।

নতুন ছবিটিতে এর আগেই বন্ডকন্যা হিসেবে কাজ শুরু করেছেন মনিকা বেলুচ্চি এবং লিয়া সেডু। তাদের পাশাপাশি নতুন বন্ড ছবিতে যুক্ত হয়েছেন ক্রিস্টোফ ওয়াল্টজ, ডেভ বাউটিস্টা ও অ্যান্ড্রু স্কট।

স্যাম মেন্ডেস পরিচালিত ছবিটিতে চতুর্থবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ। তারা দু’জন কাজ করেছেণ বন্ড সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’-এ। এর অভিনয়শিল্পী নাওমি হ্যারিস, বেন হুইশো ও র‌্যালফ ফাইনেস এবারও থাকছেন।

‘স্পেকটার’-এ শৈশবে জেমস বন্ডের অনাথ আশ্রমে বেড়ে ওঠার দিক তুলে ধরা হবে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৬ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্ট, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।