ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানের মাস্টার অব সিরিমনিস

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
কানের মাস্টার অব সিরিমনিস ল্যাম্বার্ট উইলসন

ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান আবার মুখর হয়ে উঠবে। আগামী ১৩ মে শুরু হতে যাচ্ছে ৬৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানও উপস্থাপনা করবেন ল্যাম্বার্ট উইলসন।  

 

কানের উপস্থাপককে বলা হয় ‘মাস্টার অব সিরিমনিস’। উৎসবের ৬৭তম আসরেরও উদ্বোধনী ও সমাপনী আয়োজন উপস্থাপনা করেন ল্যাম্বার্ট। গতবার চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কথা জানাতে গিয়ে কমনীয়তা, সৌজন্যতা ও গীতিকবিতার মতো তার শব্দপ্রয়োগ আয়োজকদের মুগ্ধ করেছে। তাই তাকেই আবার ফিরিয়ে আনা হচ্ছে।

তুর্কি ছবি ‘উইন্টার স্লিপ’ স্বর্ণ পাম জেতার পর ল্যাম্বার্ট বলেছিলেন, ‘ধারণাতীত ভাষায় পৃথিবীকে লেখা হচ্ছে। কিন্তু চলচ্চিত্রই চিরন্তনভাবে আমাদের কাছে তা ভাষান্তর করে দিতে সহায়ক ভূমিকা পালন করছে। ’

 

উদ্বোধনী আয়োজনে ল্যাম্বার্ট মঞ্চে স্বাগত জানাবেন উৎসবের জুরি প্রধান কোয়েন ভ্রাতৃদ্বয়কে। ২৪ মে সমাপনী আয়োজনও উপস্থাপনা করবেন তিনি।

 

বাংলাদেশ সময় : ১৮০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।