ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মায়েদের ওজন কমানোর বিপক্ষে কেট উইন্সলেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
মায়েদের ওজন কমানোর বিপক্ষে কেট উইন্সলেট কেট উইন্সলেট

অভিনয় করছেন, ঘরও সামলাচ্ছেন কেট উইন্সলেট। তার ছেলের বয়স ১৫ মাস।

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই নারীদের ওজন বেড়ে যায়। কিন্তু নায়িকাদের ওজন বাড়লে কি চলে! কিন্তু তিনি মনে করেন, কোনো মাকেই তার ওজন কমানোর জন্য চাপ দেওয়া উচিত নয়। সময় নিয়ে ধীরে ধীরে ওজন কমানোর দিকটিকে বরং সমর্থন জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

‘টাইটানিক’ তারকা উইন্সলেট মনে করেন, নায়িকারা মা হলে তাকে রাতারাতি ওজন কমানোর জন্য একের পর এক খবর প্রকাশ হতে থাকে সংবাদমাধ্যমে। মার্কিন টিভি অনুষ্ঠান ‘এক্সট্রা’য় তিনি বলেন, ‘ম্যাগাজিনগুলো মা হওয়ার পরপরই প্রচ্ছদকন্যা বানাতে চায় অভিনেত্রীদের। পাপারাজ্জিরাও লুকিয়ে ছবি তুলেই যায়। আট সপ্তাহ পরই বলা হয়, কি চমৎকার শারীরিক গড়ন! অথচ আট সপ্তাহ পরও প্রত্যেকে মাকেই মনে হবে তিনি বোধহয় এখনও সন্তানসম্ভবা!’ যোগ করে কেট আরও বলেন, ‘ওজন কমানোর জন্য মায়েদেরকে চাপ দেওয়া আমি মনে করি মোটেও উচিত নয়। ’

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।