ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শততম পর্বে ৩২ কণ্ঠশিল্পী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
শততম পর্বে ৩২ কণ্ঠশিল্পী

এসএ টিভিতে প্রতি শনিবার রাতে সরাসরি সম্প্রচর হয়ে আসছে ‘গহীনের গান’। ১৪ মার্চ রয়েছে এর শততম পর্বে গাইবেন বিভিন্ন প্রজন্মের ৩২ জন কণ্ঠশিল্পী।

অনুরোধের গান শোনানোর পাশাপাশি তারা আড্ডা দেবেন, ফোনে কথা বলবেন দর্শকদের সঙ্গে।  

 

শিল্পীরা হলেন সুবীর নন্দী, দিলরুবা খান, ফেরদৌস আরা, ইন্দ্রমোহন রাজবংশী, সেলিম চৌধুরী, বাদশা বুলবুল, আলম আরা মিনু, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, চন্দনা মজুমদার, ডলি সায়ন্তনী, শফি মন্ডল, তানভীর আলম সজীব, তপন চৌধুরী, শফিউল আলম রাজা, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, অনুপমা মুক্তি, বালাম, পলাশ, মৌটুসী, পারভেজ, ইবরার টিপু, দিঠি আনোয়ার, প্রিয়াংকা গোপ, আব্দুল লতিফ শাহ্, সন্দীপন, কিশোর, লিজা, আরিফ, নন্দিতা।

 

অনুষ্ঠানটির প্রযোজক কামরুজ্জামান রঞ্জু জানান, শততম পর্বকে ভাগ করা হচ্ছে পাঁচটি ভাগে। প্রতিটি ভাগে একই সঙ্গে কয়েকজন শিল্পী মঞ্চে থাকবেন। রাত ১১টায় শুরু হয়ে এই আয়োজন চলবে ভোর ২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন হাসান আবিদুর রেজা জুয়েল, পূজা সেনগুপ্ত এবং ফুয়াদ।

 

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।